
জয়পুরহাটের পাঁচবিবি ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে সোহানুর রহমান সুরুজ নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালো মেশিন ও দুইটি মেসি ট্রাক্টর জব্দ করেন।
আজ বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর বাগুয়ান বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো.মারুফ আফজাল রাজান বলেন, ছোট যমুনা নদীর বাগুয়ান বালুরঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু মহাল ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারার আইনে সোহানুর রহমান সুরুজ নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা, ১ টি শ্যালো মেশিন ও দুইটি মেসি ট্রাক্টর জব্দ করা হয়েছে।