Monday, February 3, 2025
HomeRiver Communicationদৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ঘন কুয়াশায় মাঝনদীতে আটকা ৫টি ফেরি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ঘন কুয়াশায় মাঝনদীতে আটকা ৫টি ফেরি

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ফেরি বন্ধ আছে। ভোর থেকে হঠাৎ ভারী কুয়াশা পড়ায় এই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। এ কারণে মাঝনদীতে আটকা পড়েছে পাঁচটি ফেরি। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে আটকে পড়েছে কয়েক শ গাড়ি। বাড়তি দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, বেশ কয়েক দিন বিরতির পর দুই দিন ধরে পদ্মা ও যমুনা নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়ছে। সন্ধ্যার পর থেকে শুরু করে রাতভর ভারী কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত হয়। আজ ভোররাত থেকে ভারী কুয়াশার কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি ভোর সাড়ে পাঁচটার পর মাঝনদীতে গিয়ে আটকে পড়ে। মাঝনদীতে ফেরি আটকে পড়ার খবরে দুর্ঘটনা এড়াতে সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মাঝনদীতে আটকে পড়া ফেরিগুলো হলো ভাষা শহীদ বরকত, মাধবীলতা, বনলতা, চন্দ্রমল্লিকা ও ফরিদপুর। ভারী কুয়াশা ও শীতে মাঝপদ্মায় আটকে থাকা ফেরিতে অন্তত শতাধিক যানবাহন ও দুই শতাধিক যাত্রীসহ যানবাহন চালক বাড়তি দুর্ভোগে পড়েছেন। এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে ফেরি শাহ মখদুম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও কুমিল্লা এবং পাটুরিয়া প্রান্তে কেরামত আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ পরান ও ঢাকা নামক ফেরি নোঙর করে আছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, বেশ কয়েক দিন বিরতির পর গতকাল বুধবার থেকে পুনরায় ভারী কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আজ সকাল ছয়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ আছে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments