ধলেশ্বরীর পর এবার কালিগঙ্গা নদী দখলের প্রতিযোগিতা চলছে। মানিকগঞ্জের সিরাজপুর বাজারের কালিগঙ্গার তীরে নদী দখল করে দোকানপাট নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে ভূমি দস্যু ও নদী দখলকারীরা। প্রশাসনের নীরবতার কারণেই একের পর এক নদী দখল হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
