মঙ্গলবার রাতে অবৈধভাবে কাটা মাটি বহনের দায়ে ৩ ট্রাকচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার চরে বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে বালুমাটি তুলে বিক্রি করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত।
এদিকে মাটিভর্তি ভারী ট্রাক চলাচল করায় দৌলতদিয়ার আক্কাছ আলী হাইস্কুল সড়ক দেবে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভাঙন ঝুঁকিতে পড়েছে সেখানকার দুটি গ্রাম।
সাধারণত সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত মাটি কাটার কাজ চলে। এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে করে নেওয়া হয়। এসব মাটি যায় বিভিন্ন ইটভাটায়। মাঝেমধ্যে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকচালকদের জরিমানা করেন। সবশেষ মঙ্গলবার রাতে অবৈধভাবে কাটা মাটি বহনের দায়ে ৩ ট্রাকচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।