Tuesday, February 4, 2025
HomeNationalপদ্মার চরের মাটি তুলে বিক্রি, সড়ক বেহাল

পদ্মার চরের মাটি তুলে বিক্রি, সড়ক বেহাল

মঙ্গলবার রাতে অবৈধভাবে কাটা মাটি বহনের দায়ে ৩ ট্রাকচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পদ্মার চর থেকে বালুমাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে ফসলি জমি নষ্ট হচ্ছে। ভাঙনেরও ঝুঁকি বাড়ছে। গত মঙ্গলবার গোয়ালন্দের চর করনেশনায়ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার চরে বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে বালুমাটি তুলে বিক্রি করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত।

এদিকে মাটিভর্তি ভারী ট্রাক চলাচল করায় দৌলতদিয়ার আক্কাছ আলী হাইস্কুল সড়ক দেবে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভাঙন ঝুঁকিতে পড়েছে সেখানকার দুটি গ্রাম।

সাধারণত সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত মাটি কাটার কাজ চলে। এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে করে নেওয়া হয়। এসব মাটি যায় বিভিন্ন ইটভাটায়। মাঝেমধ্যে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকচালকদের জরিমানা করেন। সবশেষ মঙ্গলবার রাতে অবৈধভাবে কাটা মাটি বহনের দায়ে ৩ ট্রাকচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments