Tuesday, February 4, 2025
HomeGlobalপ্রমোদতরি গঙ্গা বিলাস কলকাতায়, মঙ্গলবার যাবে বাংলাদেশে

প্রমোদতরি গঙ্গা বিলাস কলকাতায়, মঙ্গলবার যাবে বাংলাদেশে

কলকাতায় গঙ্গা নদীতে বিলাসবহুল প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’।

ভারতের বিলাসবহুল প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’ এখন কলকাতায়। উত্তর প্রদেশের বেনারস থেকে রওনা হয়ে ১৬ দিনের মাথায় গঙ্গা বিলাস গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার গঙ্গার তীরের মিলেনিয়াম পার্কের আইএম জেটিতে পৌঁছায়। তিন দিন কলকাতায় অবস্থান করে এই প্রমোদতরি মঙ্গলবার চলে যাবে বাংলাদেশের উদ্দেশে। সেখানে দুই সপ্তাহ অবস্থান করার কথা। দেখার কথা বাংলাদেশের বিভিন্ন এলাকা, নদ–নদী ও ঐতিহাসিক স্থান। তারপর বাংলাদেশ থেকে চলে যাবে শেষ গন্তব্য আসামের ডিব্রুগড়ে।

১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারানসী থেকে ভার্চ্যুয়ালি এই প্রমোতরি ‘গঙ্গা বিলাস’–এর আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। ৫১ দিনে এই ট্যুরে নদীপথে পাড়ি দেওয়া হবে ৩ হাজার ২০০ কিলোমিটার পথ। পার হবে দুই দেশের ২৭টি নদী ও ৫০টি পর্যটন কেন্দ্র। বিশ্বে নদীপথে এই যাত্রা দীর্ঘতম।

এই দীর্ঘতম যাত্রাপথে গতকাল কলকাতায় গঙ্গার জেটিতে নেমে প্রমোদতরির যাত্রীরা কাছের মৃৎশিল্প পাড়া কুমোরটুলি, ফুলের বড় বাজার মল্লিক ঘাট ও ঐতিহাসিক হাওড়া ব্রিজ দেখেন। এ সময় কথাও বলেন এলাকার লোকজনের সঙ্গে।

আজ রোববার ও আগামীকাল সোমবার যাত্রীরা কলকাতার ঐতিহাসিক জাদুঘর, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, গড়ের মাঠ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মভিটে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িসহ ঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

এই প্রমোদতরি উত্তর প্রদেশ, বিহার রাজ্য ঘুরে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া হয়ে কলকাতায় এসেছে। প্রমোদতরিটিতে ৩২ জন সুইজারল্যান্ডের পর্যটক রয়েছেন। ৫১ দিনের জন্য একেকজন যাত্রীকে গুনতে হচ্ছে ২০ লাখ রুপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments