আমাজন নদী প্রবাহিত হতো বিপরীত দিকে। আজ নদীটি পশ্চিমে পেরুর পাহাড় থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত গয়েছে। কিন্তু কয়েক মিলিয়ন বছর আগে এটি প্রকৃতপক্ষে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে মিশেছিল। ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে (প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে) আন্দিজ পর্বতমালা বড় হতে শুরু করলে প্রবাহটি উল্টো পথে প্রবাহিত হতে শুরু করে।