
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’ জামালপুরে জলাভুমি দিবসে মানব বন্ধন ও আলোচনা সভা
“প্রান প্রকৃতি বেঁচে থাকার জন্য জলাভুমি অপরিহার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বিশ^ জলাভুমি দিবস-২০২৩” উদযাপনের লক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখা মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
গতকাল ৪ ফ্রেব্রƒয়ারী/২৩ সকাল ১১ টায় শহরের পিটিআই গেইটে এক মানব বন্ধনে “জলাধার ভরাট কেন ক্ষতিকর” এ বিষয় নিয়ে বক্তব্য রাখেন বাপার সদস্যবৃন্দ।
মানব বন্ধন শেষে এসপিকে‘র হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুশিল সমাজ,বেসরকারী এনজিও, শিক্ষক,ডাক্তার,প্রকৌশলী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক সহ প্রায় ৪০টি সংগঠনের প্রতিনিধীদের সমন্বেয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাপা জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ,কে এম মাহবুবুর রহমান মহব্বত। প্রধান অতিথী ছিলেন , পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা । বিশেষ অতিথী ছিলেন বাপা‘র কেন্দ্রিয় নির্বাহী সদস্য ইবনুল সাঈদ রানা।
বাপা জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় “বিশ^ জলাভ‚মি দিবসে-২০২৩” “ জামালপুর জেলার জলাভ‚মির অবস্থা” বিষয়ক কি-নোট পেপার এর মাধ্যমে জেলার জলাভূমির অবস্থা ও পরিসংখ্যান উপস্থাপন করা হলে -এর উপর বক্তব্য রাখেন. বাপা‘ জামালপুর জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, নির্বাহী সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ মুনরুজ্জামান খান, রাশিদা ফারুকী, সহ-সভাপতি, বাপা, জামালপুর জেলা শাখা, মোঃ ছামিউল হাসান শামিম, ব্যাংকার ও সদস্য, বাপা,জামালপুর জেলা শাখা, মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, কোষাধক্ষ্য, বাপা, জামালপুর জেলা শাখা, এড, বিপ্লব দে বাচ্চু, আইনজীবি ও সহ-সভাপতি, বাপা, জামালপুর জেলা শাখার, রাজু আহম্মেদ, পারী ডেভেলপমেন্ট ট্রাস্ট, জামালপুর। বক্তারা বলেন, বাংলাদেশ সংবিধানের ১৮ “ক” অনুচ্ছেদে পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষনের কথা বলা হয়েছে। রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যত নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষন ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ,জীববৈচিত্র, জলাভুমি, বন ও বন্য প্রানী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবেন। যা সরকারের পরিবেশ বান্ধব নীতির প্রতিফলন হিসাবে বিবেচনা করা যায়।
প্রধান অতিথী পরিবেশ অধিদপ্তর,জামালপুর এর সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা বলেন, প্রান প্রকৃতি রক্ষায় বাপার ভ‚মিকাকে স্বাগত জানাই এবং পরিবেশ অধিদপ্তরের সাথে সহায়ক হিসাবে পরিবেশ নিয়ে কাজ করার জন্য সকলকে আহবান জানান। ভাল কাজে সরকারের তথা পরিবেশ অধিদপ্তরের সহযোগীতা অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অদ্যকার সভার সভাপতি সকলকে উক্ত কার্যক্রমে তথা মানবব্ধন ও আলোচনা অনুষ্ঠানে সকলের সহযোগীতার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।