ময়মনসিংহ থেকে ঘুরে এসে রিভারমেইল প্রতিনিধি: ব্রহ্মপুত্র নদে চলছে নদী খনন প্রকল্পের কাজ। শুরু হযেছে ২০২২ সনের শুরুর দিকে। ইতিমধ্যে নদীর অনেক জায়গায় খনন হয়েছে, খননের জায়গায় আবার চর জেগে খনন কাজ প্রমান করেছে নদী প্রকৃতির আসল চেহারা। ইতিমধ্যে আলোচনাও শুরু হয়েছে খননের নামে খনন তামাশা র্কমজজ্ঞ নিয়ে। খনন সংশ্লীষ্ট মহল বলে আসছে আগামী জুন/জুলাই মাসে ব্রহ্মপুত্র নদে মালবাহী জাহাজ, কার্গো চলাচল করবে। নদীর নব্যতা ফিরে আসবে। নদী তীরবর্তি জনগণ সে আশায় অপেক্ষা করছে, কার্গো,জাহাজ চলাচল দেখবে বলে। কিন্তু পরিতাপের বিষয় হলো খননের নামে সর্বসাকুল্যে বালু উত্তোলন আর বালু ব্যাবসাই সর্বত্র দৃশ্যমান। দুই তীরে জমিয়ে রাখা বালুর সারি সারি পাহাড়, সে পাহাড়গুলোও গড়িয়ে আবার নদেই গড়াচ্ছে। বালুগুলোও রাখা হয়েছে নদীর জায়গাতেই। নদীর জায়গাতে রাখা বালুর মাধ্যমে অনেকেইে নদীর জায়গা নিজেদেও জায়গা বলে চিহ্নিত করতে পায়তারা করছে। অনেকেইে নদীর জায়গায় নিজেদেও জমি প্রমান করার জন্য সীমানা পিলার বসিয়ে দখল সত্ব প্রমানের চেষ্টা করছে। বিশাল অংকের বাজেট ব্যায়ে বালু উত্তোলনের নামে শত শত গ্যালন জ¦ালানী অপচয় হচ্ছে, সময়, কর্মঘন্টা আর নদীর নব্যতা নিয়ে হাস্যতামাশা নির্ভর কর্মকান্ড চলছে। ব্রহ্মপুত্র আজ দুই তীরেই দখল আর দুষণ দৃশ্যমান। দখল দুষণ মোকাবেলায় কতৃপক্ষের কোন উদ্যোগ লক্ষনীয় মনে হচ্ছে না।