Tuesday, February 4, 2025
HomeGlobalভারতে ১৩ নদীর প্রাণ ফেরাতে ১৯৩০০ কোটি রুপির পরিকল্পনা

ভারতে ১৩ নদীর প্রাণ ফেরাতে ১৯৩০০ কোটি রুপির পরিকল্পনা

গবেষক মানষি আশের বলেন, ‘পর্যাপ্ত গবেষণা ও বিবেচনা ছাড়া এই বনায়ন পরিকল্পনায় যেসব গাছ লাগানো হবে সেগুলো আদৌ বাঁচবে না। একই সঙ্গে স্থানীয় জনগণের জীবনযাপনের সঙ্গেও সাংঘর্ষিক হবে রাষ্ট্রীয় এমন পরিকল্পনা।’

ভারতে যমুনাসহ ১২টি নদীর প্রাণ ফেরাতে তীরে ব্যাপকহারে বনায়ন কর্মসূচির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

১৯ হাজার ৩০০ কোটি রুপি ব্যয়ে এই উচ্চাভিলাষী পরিকল্পনা নেয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা এই পরিকল্পনার সমালোচনা করে বলেন, এতে করে তীরে আরও বেশি বন উজাড় হবে। এই পরিকল্পনায় মৃতপ্রায় নদীগুলোতে প্রাণ ফেরানো ও ভয়াবহ পর্যায়ের দূষণরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

কেন্দ্রীয় সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সম্প্রতি প্রকাশ করা এই মেগা পরিকল্পনার আওতায় রয়েছে যমুনা, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলজ, ব্রহ্মপুত্র, লুনি, নর্মদা, গোদাবরি, মহানদী, কৃষ্ণা ও কাবেরি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments