
আন্তর্জাতিক নৌ-বন্দরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গড়ে উঠেছে শত শত বহুতল বিল্ডিং। এসব বিল্ডিং-এ বসবাস করে অসংখ্য পরিবার। তাদের ব্যবহৃত নিত্যদিনেই বর্জ্য কোন নির্দিষ্ট জায়গা না থাকায় ফেলা হচ্ছে মেঘনা নদীতে নদীর পাড়ে। এসব ময়লার স্তূপ জমে নদীর পার পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। তীব্র দুর্গন্ধে এসব স্থানে নাকে রুমাল দিয়ে চলাফেরা করতে হয়। এমনকি নদীর ওপর নির্ভরশীল এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠী, স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশ বিপন্ন প্রায় দূষিত পানির প্রভাব পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর।