Tuesday, February 11, 2025
HomeLocalমেঘনার চরে শুভ্র কাশবন

মেঘনার চরে শুভ্র কাশবন

গ্রামীণ জীবনধারার সঙ্গে কাশফুল বা কাশবনের সম্পর্ক আদিকাল থেকে। একদিকে সাদা মেঘের ভেলা অন্যদিকে কাশের ছোঁয়া। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীর তীরে দৃষ্টিনন্দন এই প্রকৃতির কাশের মেলা বসেছে। প্রায় ১০০ একর চরজুড়ে দেখা মেলে এই কাশবনের। 

সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসেন হাজারো দর্শনার্থী। সরেজমিন দেখা যায়- পর্যটনপ্রেমী অসংখ্য মানুষের ভিড়। কাশবনে সৌন্দর্য উপভোগ করতে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদীসহ আশপাশের জেলার ভ্রমণপ্রেমীরা ভিড় জমিয়েছেন। অনেকে দলবেঁধে নৌকা বা ট্রলার নিয়ে বেড়াতে এসেছেন চরে। কাশফুলের পাশে দাঁড়িয়ে স্মার্টফোন অথবা ক্যামেরা দিয়ে ছবি তুলছেন। নদী ধরে ভিতরের দিকে যত যাবেন, ততই আপনি মুগ্ধ হবেন। মেঘনা নদী থেকে ভাটিবন্দরের দুই পাশে কাশফুলগুলো মাথা নুয়ে আপনাকে স্বাগত জানাবে। বালুর মধ্যে গুচ্ছ গুচ্ছ কাশফুল দেখে মনে হবে, প্রকৃতি আপনার মনের প্রশান্তির জন্য এ রূপে সেজেছে। শেষ প্রান্তের দুই দিকে সাজানো কাশফুল  দেখে মনে হবে যেন আপনি দাঁড়িয়ে আছেন কাশফুলের রাজ্যে। যত দূর চোখ যায়, তত দূর কাশের শুভ্রতা।

নারায়ণগঞ্জ মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লামিয়া ইসলাম বলেন, চরের কাশবন  দেখলে চোখ জুড়িয়ে যায়। চারপাশে কাশফুল, কোনো কূলকিনারা নেই। সব মিলিয়ে চমৎকার দৃশ্য।

আরেক শিক্ষার্থী লিমা ইসলাম বলেন, কী সুন্দর দৃশ্য! কাশবনের ভিতরে গিয়ে ছবি তুলতে পারলে অনেক ভালো লাগত। একসঙ্গে এতটা জায়গাজুড়ে কাশফুল  দেখিনি কখনো। আগের চেয়ে এবার মেঘনা নদীর চরে অনেক বেশি কাশফুল  দেখলাম।

এদিকে কাশফুল শুকিয়ে যাওয়ার পর কাশবনের অংশ কেটে রাখছেন স্থানীয় কৃষকরা। ইতিমধ্যে ছোট-বড় ট্রলার নিয়ে কাশ সংগ্রহ শুরু হয়েছে। চরাঞ্চলের মানুষের রান্নার জ্বালানি হিসেবে এগুলোর কদর আছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম বলেন, মেঘনা নদীর পাড়ে শরতের কাশবন মাসের পর মাস ধরে দেখা যায়। এখানে মৌসুমি পর্যটন কেন্দ্র করা  যেতে পারে। কাশফুলের শুভ্রতা ভ্রমণপিপাসু মানুষের মনে দোলা দেয়। তাই অনেকে এখানে বেড়াতে আসেন। নৌযান ও নিরাপত্তাব্যবস্থাসহ পর্যটন কর্তৃপক্ষের তত্ত্বাবধান থাকলে মেঘনার চর হয়ে উঠতে পারে ব্যতিক্রম বিনোদন  কেন্দ্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর মেঘনা নদীর পাড় সম্ভাবনাময় পর্যটন এলাকা। আমরা চাই এ অঞ্চলের ব্যাপারে দেশ-বিদেশের পর্যটনপ্রেমীদের আগ্রহ বাড়ুক। আমাদের এ জনপদ ঘুরে যেতে তাদের আমন্ত্রণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments