ধলেশ্বরীর পর এবার কালিগঙ্গা নদী দখলের প্রতিযোগিতা চলছে। মানিকগঞ্জের সিরাজপুর বাজারের কালিগঙ্গার তীরে নদী দখল করে দোকানপাট নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে ভূমি দস্যু ও নদী দখলকারীরা। প্রশাসনের নীরবতার কারণেই একের পর এক নদী দখল হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি শওকত হোসেন বাদল বলেন, নদী সিকস্তি এ সব জমির মালিক সরকার। প্রভাবশালী নেতারা দখল করে দোকানপাট করার সময়ে ইউএনওকে জানিয়েছি। কিন্তু তিনি ম্যানেজ হয়ে যাওয়াতে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাদশা মিয়া বলেন, আমরা কাউকে দোকান নির্মাণের অনুমতি দেয়নি এবং টাকা নিয়েছি এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। তারা নতুন আওয়ামী লীগ করে। আমরা পুরাতন আওয়ামী লীগের হওয়ায় এদের সঙ্গে কুলিয়ে উঠতে না পারায় বাধা দিতে পারি না। ওদের বিপক্ষে গেলে বাজার কমিটির সাধারণ সম্পাদকের পদ থাকবে না। নদীর পাড়ে দোকান নির্মাণের ফলে মালামাল ওঠানামার ক্ষেত্রে সমস্যা হয়।
ভূমি কর্মকর্তা আবদুল সালাম বলেন, নদী সিকস্তি এসব জায়গায় সরকারি স্বার্থ সিদ্ধি রয়েছে উল্লেখ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এসিল্যান্ডকে জানিয়েছিলাম। এরপর দোকান মালিকরা এসিল্যান্ডের সঙ্গে দেখা করেছে। সেখানে কি হয়েছে তা আমি জানি না। ওরা দাবি করে ওদের নামে এ জমি রেকর্ড হয়েছে। কিন্তু এটা নদী সিকস্তি জমি।