
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের বড়বিলে এ উৎসব অনুষ্ঠিত হয়। শুকনো মৌসুমে শুকিয়ে আসে হাওরের পানি। তখন পূর্ব নির্দিষ্ট দিনে গ্রামের মানুষ দল বেঁধে পলো, কুচা, ঠেলা ও ছিটকি জাল দিয়ে মেতে উঠেন মাছ ধরা উৎসবে। এবারও ধরা পড়েছে নানাপ্রজাতির বড়-ছোট প্রচুর মাছ। পলো বাওয়া উৎসব গোয়াহরি গ্রামের ২শ বছরের ঐতিহ্য বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, পলো আর মাছ শিকারের নানা সরঞ্জাম নিয়ে হাওর পাড়ে ভিড় করছেন গ্রামের কয়েক শতাধিক শিকারি। মুরব্বিরা শিকারের শর্ত-নিয়ম বলার পর এক সাথে সকলেই ঝাঁপিয়ে পড়েন হাওরে। পলোর ঝপাৎ ঝপাৎ শব্দে মুখরিত হয়ে ওঠে চারদিক। কেউ মাছ শিকার করলেই শুরু হয় উল্লাস। টানা কয়েক ঘন্টা চলে মাছ শিকার। ধরা পড়ে বোয়াল, রুই, কাতলা, শোলসহ নানা জাতের দেশীয় মাছ। উৎসবকে কেন্দ্র করে হাওর পাড়ে ঢল নামে উৎসুক নারী-পুরুষের।গ্রামবাসিরা জানান, ঐতিহ্য অনুযায়ী আগামী ১৫ দিন পর ২য় ধাপে এ উৎসব অনুষ্ঠিত হবে। এই পনের
দিন শুধু হাত ও ঠেলা জাল দিয়ে মাছ শিকারে নিষেধাজ্ঞা নেই।
উৎসবে অংশ নেয়া মাছ শিকারি গ্রামের ইকবাল হোসেন জানান, পলো বাওয়া উৎসব
আমাদের গ্রামের প্রাচীন ঐতিহ্য। যুগ যুগ ধরে আমরা এ উৎসব পালন করে আসছি।
আমাদের কাছে এটি খুউব আনন্দ ও গর্বের বিষয়।